বায়ু শক্তি কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি সঠিক উত্তর পাবেন।
বায়ু শক্তি কাকে বলে?
উত্তর: বায়ু শক্তি হলো চিরাচরিত এবং পুননর্বিকিরণযোগ্য ও দূষণমুক্ত শক্তির উৎস তাই পৃথিবীকে ভালো রাখতে বায়ু শক্তি অন্যতম একটি শক্তি। সূর্যের রশ্মি যখন পৃথিবীপৃষ্ঠে এসে পড়ে এবং পৃথিবীপৃষ্ঠের ভূমি উত্তপ্ত হয় তখন বাই প্রবাহ সৃষ্টি হয়, প্রবাহিত এই বায়ুর শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ তৈরি করা হয় তাকে আমরা বায়ু শক্তি বলে থাকি।
ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি?
ভারতের বৃহত্তম উইন্ড এনার্জি ফ্রম বা বায়ু শক্তি কেন্দ্র তামিলনাড়ুতে কন্যাকুমারী কাছে অবস্থিত, যা ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে।
পশ্চিমবঙ্গের কোথায় বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র আছে?
পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে অবস্থিত।
ওড়িশার কোথায় বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র আছে?
উড়িশার পুরীতে।
👇পরীক্ষায় আসবে:
শেষ কথা
বায়ু শক্তি কাকে বলে? তালিকা প্রশ্নটি মাধ্যমিকের সিলেবাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।
আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন। ❤️👌
👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇