বহির্জাত প্রক্রিয়া বা বহিস্থ প্রক্রিয়া কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি একদম সঠিক উত্তর পাবেন। পড়াশোনা বিষয়ক সমস্ত খবর এর জন্য Bangla Trands এ এসো।
বহির্জাত প্রক্রিয়া বা বহিস্থ প্রক্রিয়া কাকে বলে?
উত্তর= বহির্জাত প্রক্রিয়ার ইংরেজি প্রতিশব্দ হলো Exogenous process। Exo শব্দটি গ্রিক শব্দ যার অর্থ from Outside বা বহির্ভাগ থেকে এবং Genetic শব্দটি গ্রিক শব্দ যার অর্থ origin বা উৎপত্তি। অর্থাৎ Exogenous কথাটির অর্থ হলো বহির্ভাব থেকে উৎপত্তি। তাই বলা যায় যে প্রক্রিয়ায় সমস্ত বহিঃস্থ শক্তি সমূহ যেমন নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ ভূপৃষ্ঠের ওপর ক্রিয়াশীল হয়ে ভূপৃষ্ঠের ভূমিরূপে পরিবর্তন বিবর্তন অথবা নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি করে তাকেই বহির্জাত প্রক্রিয়া বা বহিস্থ প্রক্রিয়া বলে।
⭐⭐⭐ বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য
যেমন: নদীর যখন ভূপৃষ্ঠের উপর দিয়ে বয়ে যায় তখন বিভিন্ন বহিঃস্থ ভূমিরূপ সৃষ্টি করে যেমন জলপ্রপাত, উপত্যকা, মিয়েন্ডার ইত্যাদি।
বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি?
সৌরশক্তি
বহির্জাত প্রক্রিয়ার সৃষ্টি ভূমিরূপের নাম লেখ?
নদীর বহির্জাত প্রক্রিয়াতে জলপ্রপাত, প্রপাত কূপ, গিরিখাত, অস্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবনভূমি ইত্যাদি সৃষ্টি হয়।
হিমবাহের খৈকার্যের ফলে কারী বা সার্ক, অ্যারেট, পিরামিড চূড়া, কর্তিত শৈলশিরা প্রভৃতি বহির্জাত ভূমির তৈরি হয়।
বায়ুশক্তির প্রভাবে সৃষ্টি বহির্জাত ভূমিরূপ গুলি হল অপসারণ গর্ত, গৌর, বালিয়াড়ি, জিউগেন প্রভৃতি।
সব থেকে বেশি প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি কোনটি?
নদীর জলস্রোত
Online Live Class
আমরা সমস্ত ক্লাসের Online Live class করে থাকি আমাদের খুবই অভিজ্ঞ শিক্ষকের দ্বারা। তোমরা আমাদের কাছে লাইভ ক্লাস করতে চাইলে নিচে ক্লিক করো।
পরীক্ষায় আসবে:
- বহির্জাত বা বহিস্থ প্রক্রিয়ার বৈশিষ্ট্য
- আরোহণ কাকে বলে?
- সমস্ত মাধ্যমিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
শেষ কথা
বহির্জাত প্রক্রিয়া বা বহিঃস্থ প্রক্রিয়া মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।
আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন। ❤️👌