কোল বিদ্রোহের কারণ ও ফলাফল

কোল বিদ্রোহের কারণ ও ফলাফল এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি একদম সঠিক উত্তর পাবেন।

কোল বিদ্রোহের কারণ ও ফলাফল

কোল বিদ্রোহ (১৮৩১-৩২):

বিহারের অন্তর্গত ছোটোনাগপুরে ওরাওঁ, মুন্ডা, হো প্রভৃতি কোল সম্প্রদায়ের মানুষ বাস করত। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর কোল উপজাতির উপর জমিদার ও মহাজন শ্রেণির অত্যাচার বাড়তে থাকলে কোলরা বিদ্রোহের পথ বেছে নেয়।

কারণ: ১৮৩১ খ্রিস্টাব্দে প্রকৃত কোল বিদ্রোহ শুরু হয়। বুদ্ধু ভগত, জোয়া ভগত, বিন্দ্রাই মাংকি, সুই মুন্ডা প্রমুখ এই বিদ্রোহের নেতা ছিলেন। মানভূম, সিংভূম, রাঁচি, হাজারিবাগ, পালামৌ, ছোটোনাগপুর প্রভৃতি স্থানে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। দু-বছর ধরে বিদ্রোহীরা জমিদার, জোতদার, মহাজন, মজুতদার ও ইংরেজ কর্মচারীদের বিরুদ্ধে লড়াই চালায়। এই আন্দোলনের কারণ হল হিন্দু, মুসলিম ও শিখ মহাজনদের জমির ইজারা লাভ ও উচ্চ হারে খাজনা আদায়ের বিরোধিতা করা। এই বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য হল সংঘবদ্ধ গণ অভ্যুত্থান। গ্রামে-গ্রামে তির-ধনুক বিলি করে মানুষকে মহাজন, ইজারাদার ও সরকারের ত্রিমুখী শোষণের বিরুদ্ধে এক হতে আহ্বান জানাতে বলা হয়। নির্দেশ ছিল-অত্যাচারী মহাজনদের দেখামাত্র ধরে এনে দেবতার সামনে বলি দাও। মেজর সাদারল্যান্ড বলেন, সরকারের বিরুদ্ধে কোলদের অসন্তোষের কারণ হল উচ্চ হারে ভূমিরাজস্ব ও নতুন ইজারা ব্যবস্থার প্রবর্তন। কোলদের আক্রমণাত্মক মনোভাব লক্ষ করে বেন্টিষ্কের নির্দেশে পাটনা ও দানাপুর থেকে ব্রিটিশ সেনাবাহিনী এসে কোল বিদ্রোহকে দমন করে। এই সময় ১০ হাজার কোল বিদ্রোহীদের বেশিরভাগই মারা যায়। বহু নারী, শিশু ও সাধারণ মানুষও ব্রিটিশ সেনার হাতে মারা যায়। দু-বছর (১৮৩১-৩২) ধরে চলতে থাকা বিদ্রোহ শেষে ব্যর্থ হয়।

ফলাফল: নির্মম সরকারি দমননীতির ফলে বিদ্রোহ ব্যর্থ হয়। ব্যাপক গণহত্যা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ব্রিটিশরা অস্ত্রশস্ত্র ও কিছু সামরিক সরঞ্জাম তৈরির প্রয়োজনে কামার ও ছুতোরদের উপর কোনো আঘাত করেনি। কলকাতা, পাটনা, দানাপুর, সম্বলপুর ও বেনারস থেকে প্রেরিত সৈন্যদের সাহায্যে ক্যাপেট উইলকিনসন ও তাঁর গোলন্দাজবাহিনী ধনুক-বল্লমধারী কোলদের বিধ্বস্ত করেন। ১৮৩৩ খ্রিস্টাব্দে বিদ্রোহের তীব্রতা কমে গেলেও কোলদের অসন্তোষের আগুন ১৮৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রজ্জ্বলিত ছিল। সরকার কোলদের শান্ত করতে দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি সংরক্ষিত এলাকা কোলদের জন্য সৃষ্টি করে। ব্রিটিশ নিয়মকানুন প্রত্যাহার করে কোলদের নিজস্ব আইন-প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়। এ ছাড়া বেদখল হওয়া জমির স্বত্ব কোলদের স্বার্থে প্রত্যাহার করে অসৎ মহাজন- ইজারাদারদের বিতাড়িত করা হয়। সুযোগ্য নেতার অভাব, আঞ্চলিক সীমাবদ্ধতা, শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষের সমর্থনের অভাব ও বিদ্রোহীদের মধ্যে যোগাযোগের অভাবে কোল বিদ্রোহ ব্যর্থ হয় বলে অনেকে মনে করেন।

Full PDF

তোমার প্রয়োজনীয় সমস্ত রকম ক্লাসের Note Download করতে নিচের দেওয়া ডাউনলোড বাটন করে ডাউনলোড করতে পারবে।

শেষ কথা

কোল বিদ্রোহের কারণ ও ফলাফল প্রশ্নটি মাধ্যমিকের ভূগোলের সিলেবাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।

আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন

👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇

Leave a Comment