10- সূর্যালোকের দ্বারা প্রভাবিত ট্রপিক চলন কে বলে
A- হাইড্রো ট্রপিক চলন
B- কেমোট্রপিক চলন
C- জিও ট্রপিক চলন
D- ফোটোট্রপিক চলন
11- আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন কে বলে-
A- ফটো নাস্তিক
B- ফটো ট্রপিক
C- স্বতঃস্ফূর্ত চলন
D- ফটোট্যাকটিক চলন
12- উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন উদ্দীপকের গতিপথের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে বলা হয়-
A- ট্রপিক চলন
B- ট্যাকটিক চলন
C- ন্যাস্টিক চলন
D- পরিবলন
13- পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন শনাক্ত করে, সেই অনুযায়ী জি্বে সারা প্রদানের ক্ষমতাই হল-
A- উপযোজন
B- উদ্দীপক
C- সংবেদনশীলতা
D- আত্তীকরণ
14- জগদীশচন্দ্র বসু বনচাঁড়াল ছাড়া ওপর কোন উদ্ভিদ নিয়ে কাজ করেন?
A- লজ্জাবতী
B- সূর্যমুখী
C- টিউলিপ
D- কোনোটিই নয়
15- অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের চলন কে বলা হয়-
A- হাইড্রো টপিক চলন
B- জিওট্রপিক চলন
C- ফটোট্রপিক চলন
D- কেমোট্রপিক চলন
16- বাহ্যিক উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সমগ্র চলন বা গমন কে বলে-
A- প্রকরণ চলন
B- ন্যাস্টিক চলন
C- টপিক চলন
D- ট্যাকটিক চলন
17- উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয়-
A- ট্যাকটিক চলন
B- ট্রপিক চলন
C- ন্যাস্টিক চলন
D- অটোনমিক চলন
18- সূর্যশিশির ও ডায়নিয়া উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্ককে ঘিরে ফেলে খাদ্যরূপে গ্রহণ হলো-
A- ফিসমনাস্টিক চলন
B- ফটো ন্যাস্টিক চলন
C- থার্মো ন্যাস্টিক চলন
D- কেমোন্যাস্টিক চলন
19- লজ্জাবতী লতাকে স্পর্শ করলে পাতার পত্রগুলি তৎক্ষণাৎ মরে যায়, একে বলে-
A- নিকটিন্যাস্তিক চলন
B- হইপোনাসটিক চলন
C- সিসমোন্যাস্টিক চলন
D- কেমোন্যাস্টিক চলন
তোমার জন্য জরুরী:
- ✅ জীবন বিজ্ঞানের সমস্ত mcq প্রশ্ন উত্তর।
- ✅ জীবন বিজ্ঞানের মক টেস্ট।
- ✅ মাধ্যমিকের জীবন বিজ্ঞানের সমস্ত প্রশ্ন উত্তর।
- ✅ মাধ্যমিকের অন্যান্য বিষয়ের প্রশ্ন উত্তর।
কনক্লুশন বা শেষ কথা
জীবন বিজ্ঞানের MCQ প্রশ্ন উত্তর করা খুবই গুরুত্বপূর্ণ কারণ MCQ এ তোমরা প্রচুর ছাত্র-ছাত্রী ভুল করো। তাই তুমি mcq পড়ার পর ছোট্ট মক টেস্ট দিয়ে নিজের পরীক্ষার অভিজ্ঞতা কে আরো সুন্দর করতে পারো।
অন্যান্য সমস্ত তথ্যের জন্য ক্লিক করুন।