1- সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎ কে রক্ষা করে-
A- মেসোস্ফিয়ার
B- থার্মোস্ফিয়ার
C- ওজনস্ফিয়ার
D- আয়োনোস্ফিয়ার
2- বায়ুমন্ডলে যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটি হল-
A- স্ট্যাটা পোজ
B- ওজোনোস্ফিয়ার
C- আয়োনোস্ফিয়ার
D- মেসোস্ফিয়ার
3- নিচের কোন গ্যাসটি গ্রীন হাউস গ্যাস নয়-
A- মিথেন
B- ক্লোরোফ্লোরো কার্বন
C- অক্সিজেন
D- কার্বন ডাই-অক্সাইড
4- ওজনের একটি অণুতে অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত?-
A- 2
B- 3
C- 4
D- 5
5- পুনন বিকিরণযোগ্য শক্তির একটি উৎস হল-
A- কয়লা
B- পেট্রোলিয়াম
C- প্রাকৃতিক গ্যাস
D- জোয়ার ভাটা শক্তি
6- বায়ো গ্যাসের প্রধান উৎস হল-
A- কার্বন-ডাই-অক্সাইড
B- মিথেন
C- অক্সিজেন
D- ওজোন
7- Fire ice হল-
A- মিথেন হাইড্রেট
B- কার্বন মোর অক্সাইড
C- ওজোন
D- পেট্রোল
8- ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী অন্যতম রাসায়নিক পদার্থটি হল-
A- ক্লোরোফর্ম
B- আয়োডো ফর্ম
C- ক্লোরোফ্লোরো কার্বন
D- অ্যাসিটিলিন
9- CFC অতিবেগুনি রশ্মির আঘাতে বিয়োজিত হয়ে উৎপন্ন করে-
A- সক্রিয় কার্বন পরমাণু
B- সক্রিয় ক্লোরিন পরমাণু
C- সক্রিয় ফ্লুরিন পরমাণু
D- সক্রিয় হাইড্রোজেন পরমাণু
10- ‘স্থিতিশীল উন্নয়ন’ বলতে বোঝায়-
A- বর্তমানের উন্নতি
B- ভবিষ্যতের উন্নতি
C- ভবিষ্যৎকে সুরক্ষিত রেখে বর্তমানের উন্নতি
D- বর্তমানের উন্নতি স্তব্ধ করে ভবিষ্যতের উন্নতি
তোমার জন্য জরুরী:
- ✅ ভৌত বিজ্ঞানের সমস্ত mcq প্রশ্ন উত্তর।
- ✅ ভৌত বিজ্ঞানের মক টেস্ট।
- ✅ মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের সমস্ত প্রশ্ন উত্তর।
- ✅ মাধ্যমিকের অন্যান্য বিষয়ের প্রশ্ন উত্তর।
প্রয়োজনীয়: ক্লাস ১০ ভৌত বিজ্ঞান সম্পর্কীয় তথ্য।
উত্তর:-
- ওজনস্ফিয়ার (C)
- আয়োনোস্ফিয়ার (C)
- অক্সিজেন (C)
- 3 (B)
- জোয়ার ভাটা শক্তি (D)
- মিথেন (B)
- মিথেন হাইড্রেট (A)
- ক্লোরোফ্লোরো কার্বন (C)
- সক্রিয় ক্লোরিন পরমাণু (B)
- ভবিষ্যৎকে সুরক্ষিত রেখে বর্তমানের উন্নতি (C)
কনক্লুশন বা শেষ কথা
ভৌত বিজ্ঞানের mcq প্রশ্ন উত্তর করা খুবই গুরুত্বপূর্ণ কারণ MCQ এ তোমরা প্রচুর ছাত্র-ছাত্রী ভুল করো। তাই তুমি mcq পড়ার পর ছোট্ট মক টেস্ট দিয়ে নিজের পরীক্ষার অভিজ্ঞতা কে আরো সুন্দর করতে পারো।
অন্যান্য সমস্ত তথ্যের জন্য ক্লিক করুন।