Class 10 Physical science Chapter 1 MCQ page 2 | দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায়ের MCQ প্রশ্ন

11- বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?

A- ট্রপোস্ফিয়ার
B- স্ট্যাটোস্ফিয়ার
C- থার্মোস্ফিয়ার
D- মেসোস্ফিয়ার

D- মেসোস্ফিয়ার

12- ফ্রিজেরেটর ও পাতানুকূল যন্ত্রের হিমায়ক রূপে কোন গ্রিনহাউস গ্যাস ব্যবহৃত হয়?

A- CFC
B- মিথেন
C- কার্বন ডাই অক্সাইড
D- ওজোন

A- CFC

13- নিচের কোন পদার্থটি সৌর কোশ এর মুখ্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়?

A- সিলিকন
B- তামা
C- নিকেল
D- আর্সেনিক

A- সিলিকন

14- ওজোন অনু উৎপন্ন হয়

A- স্টেটোস্ফিয়ারের নিম্ন অঞ্চলে
B- স্ট্যাটোস্ফিয়ারের উপরা অঞ্চলে
C- থার্মোস্ফিয়ার
D- ম্যাগনেটোস্ফিয়ারে

A- স্টেটোস্ফিয়ারের নিম্ন অঞ্চলে

15- ক্রমবর্ধমান তাপনমূল্যের বিচারে কয়লা পেট্রোল ও ডিজেল-কে পরপর লেখা হলে কোনটি সঠিক হবে

A- কয়লা, পেট্রোল, কেরোসিন, ডিজেল
B- কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন
C- পেট্রোল, কয়লা, ডিজেল, কেরোসিন
D- কয়লা, ডিজেল, কেরোসিন, পেট্রোল

D- কয়লা, ডিজেল, কেরোসিন, পেট্রোল

16- বায়ুমন্ডলে ও ওজোন স্তরের ঘনত্ব মাপার একক হল

A- kg . m-3
B- dobson
C- j . kg-1
D- kW . m-2

B- dobson

17- অনবিকরণযোগ্য একটি প্রচলিত শক্তি হলো-

A- নিউক্লিয় শক্তি
B- সৌরশক্তি
C- ভূতাপ শক্তি
D- বায়ু শক্তি

A- নিউক্লিয় শক্তি

18- বায়ুমন্ডলে CO 2, CH 4, ইত্যাদি গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে চলায় সমগ্র বিশ্বজুড়ে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনা হলো

A- গ্রীন হাউস ইফেক্ট
B- গ্লোবাল ওয়ার্মিং
C- স্থিতিশীল উন্নয়ন
D- ট্রান্স এস্টারিফিকেশন

B- গ্লোবাল ওয়ার্মিং

19- যে ঘটনার ওপর পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলের কোন ভূমিকা নেই তা হল-

A- সৌর বিকিরণের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ
B- পর্যায়ক্রমিক দিন-রাত্রি
C- গ্রিনহাউস প্রভাব
D- বেতার তরঙ্গের প্রতিফলন

B- পর্যায়ক্রমিক দিন-রাত্রি

20- ওজোনস্তর ধ্বংসের কারণ হলো

A- অত্যাধিক নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার
B- ফ্রিজ এসিতে CFC এর ব্যবহার
C- দ্রুতগামী এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড
D- উপরের সবকটিই

D- উপরের সবকটিই

💡উপরের প্রশ্নগুলোর মক টেস্ট

তোমার জন্য জরুরী:

প্রয়োজনীয়: ক্লাস ১০ ভৌত বিজ্ঞান সম্পর্কীয় তথ্য।

কনক্লুশন বা শেষ কথা

ভৌত বিজ্ঞানের mcq প্রশ্ন উত্তর করা খুবই গুরুত্বপূর্ণ কারণ MCQ এ তোমরা প্রচুর ছাত্র-ছাত্রী ভুল করো। তাই তুমি mcq পড়ার পর ছোট্ট মক টেস্ট দিয়ে নিজের পরীক্ষার অভিজ্ঞতা কে আরো সুন্দর করতে পারো।

অন্যান্য সমস্ত তথ্যের জন্য ক্লিক করুন।

Leave a Comment