ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো
ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি একদম সঠিক উত্তর পাবেন।
ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো
ধান : ধান হল প্রধান খরিফ খাদ্য শস্য।
অনুকূল ভৌগোলিক পরিবেশ : [A] প্রাকৃতিক :
- [i] জলবায়ু ধান চাষের জন্য 16-30 °সে উয়তা এবং 100-200 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন। চারাগাছ বৃদ্ধির সময় অধিক আর্দ্রতা ও উন্নতা এবং ধান পাকা ও কাটার সময় শুষ্ক আবহাওয়ার প্রয়োজন।
- [ii] মাটি—উর্বর দোআঁশ ও এঁটেল মাটি এবং নীচু সমতলভূমি ধান চাষের পক্ষে আদর্শ। মাটিতে কাদার ভাগ বেশি থাকলে জল দাঁড়ানোর সুবিধা হয়।
- [iii] জমি বা ভূমি—জমিতে জল দাঁড়ালে ধানের চাষ ভালো হয়। তাই নদী উপত্যকা, বদ্বীপ ও উপকূলীয় সমতলভূমি ধান চাষের পক্ষে অনুকূল।
[B] অর্থনৈতিক :
- [i] শ্রমিক — বীজ বপন, ফসল রোপন, আগাছা পরিষ্কার, ধান ঝাড়াই ও মাড়াই প্রভৃতি কাজে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়।
- [ii] সার—সার হিসেবে গোবর সার, ইউরিয়া, সুপার ফসফেট, পটাশ প্রয়োজন।
- [iii] উচ্চফলনশীল বীজ – জয়া, রত্না, আদিত্য, IR-8, IR-20 প্রভৃতি উচ্চফলনশীল বীজ অধিক পরিমাণে ধান উৎপাদনের সহায়ক।
- [iv] যন্ত্রপাতি — হস্তচালিত ও পশুচালিত ছোটো যন্ত্রপাতি ধান উৎপাদনে বিশেষ সহায়ক। এজন্য সাম্প্রতিককালে উন্নত প্রযুক্তিসম্পন্ন বৈদ্যুতিন যন্ত্রের ব্যবহার করা হয়।
- [v] পরিবহণ—উন্নত সড়ক পরিবহণ প্রয়োজন।
বণ্টন: পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ওডিশা, অসম, হরিয়ানা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাত, কেরল প্রভৃতি রাজ্যে ধান উৎপন্ন হয়।
উৎপাদন : ভারতীয় কৃষি মন্ত্রকের তথ্য অনুযায়ী 2015-16 সালে ভারতে মোট 10.43 কোটি টন (2015-16) চাল উৎপাদন হয়। চাল উৎপাদনে প্রথম পশ্চিমবঙ্গ (1.57 কোটি টন), উত্তরপ্রদেশ (1.25 কোটি টন) দ্বিতীয়, পাঞ্জাব (1.18 কোটি টন) তৃতীয়।
বাণিজ্য : 2015-16 সালে ভারত থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, ইরাক, কুয়েত, ইরান, গ্রেট ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে প্রায় 22,718 কোটি টাকা মূল্যের উৎকৃষ্ট শ্রেণির চাল (বাসমতী) রপ্তানি করা হয়।
Full PDF
তোমার প্রয়োজনীয় সমস্ত রকম ক্লাসের Note Download করতে নিচের দেওয়া ডাউনলোড বাটন করে ডাউনলোড করতে পারবে।
শেষ কথা
ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো প্রশ্নটি মাধ্যমিকের ভূগোলের সিলেবাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।
আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন
👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇