সৌরশক্তি কাকে বলে? ব্যবহার

সৌরশক্তি কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি সঠিক উত্তর পাবেন।

সৌরশক্তি কাকে বলে?

উত্তর: সৌর শব্দের অর্থ সূর্য এবং শক্তি শব্দের অর্থ শক্তি বা ক্ষমতা। এই থেকে আমরা বুঝতে পারি সৌর শক্তি বলতে সূর্যের দ্বারা উৎপন্ন শক্তিকে সৌরশক্তি বলে। সৌরশক্তি খুবই গুরুত্বপূর্ণ একটি শক্তি কারণ সৌরশক্তি পুনর্নবীকরণযোগ্য শক্তি।

সৌর শক্তির ব্যবহার

সূর্যই হল সব সত্যের উৎস। সূর্য থেকে আগত শক্তি দক্ষ ভাবে সংগ্রহ করে তার মাধ্যমে সোলার কুকার, সেলাই, হিটার, ব্যবহার করা হয়। এমনকি এখনকার দিনে solar plant লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে দৈনন্দিন জীবনের বাড়িঘর গুলো চালানো সম্ভব।

সৌরশক্তির উৎস কি?

সৌর শক্তির উৎস সূর্য।

সৌরশক্তি কি প্রকার শক্তি?

সৌরশক্তি পুননবিকরনযোগ্য শক্তি।

পরীক্ষায় আসবে:

শেষ কথা

সৌরশক্তি কাকে বলে? ব্যবহার প্রশ্নটি মাধ্যমিকের ভৌত বিজ্ঞান সিলেবাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।

আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন। ❤️👌

👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇

Leave a Comment