ট্রপোস্ফিয়ার কাকে বলে? এর উচ্চতা, বৈশিষ্ট্য? একে ক্ষুব্ধমন্ডল বলা হয় কেন?

ট্রপোস্ফিয়ার কাকে বলে? এর উচ্চতা, বৈশিষ্ট্য? একে ক্ষুব্ধমন্ডল বলা হয় কেন? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি সঠিক উত্তর পাবেন।

ট্রপোস্ফিয়ার কাকে বলে? এর উচ্চতা, বৈশিষ্ট্য? একে ক্ষুব্ধমন্ডল বলা হয় কেন?

ভূপৃষ্ঠের সবথেকে কাছের বা সবথেকে নিম্নতম স্তর ট্রপোস্ফিয়ার নামে পরিচিত। এই স্তরে প্রাণীজগতের বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদান পাওয়া যায় যেমন O2 CO2 N2 প্রভৃতি। এই স্তরটির উচ্চতা/বিস্তৃতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেমন,

  • মেরুপ্রদেশে প্রায় ৬ কিমি।
  • মধ্যঅক্ষাংশ প্রায় ৯ কিমি।
  • নিরক্ষীয় অঞ্চলে ১৮ কিমি।

এই স্তরে বায়ুমণ্ডলের প্রায় বেশিরভাগই (৭৫%) বায়ু অবস্থান করে। ধূলিকণা জলীয় বাষ্প ইত্যাদি থাকার ফলে এখানে ঝড়-বৃষ্টির বজ্রপাত এর মত প্রাকৃতিক ঘটনাগুলি দেখা যায়। তাই এই স্তরকে ক্ষুব্ধমন্ডল ও বলা হয়।

ট্রপোস্ফিয়ার-এর-উচ্চতা-বৈশিষ্ট্য-একে-ক্ষুব্ধমন্ডল-বলা-হয়-কেন?
টপোস্ফিয়ার এর উচ্চতা, বৈশিষ্ট্য? একে ক্ষুব্ধমন্ডল বলা হয় কেন?

ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য

  1. ট্রপোস্ফিয়ার র অঞ্চলে প্রতি ১ কিলোমিটার উচ্চতার সঙ্গে তাপমাত্রা হ্রাস পায় ৬.৫° সেলসিয়াস।
  2. এই স্তরের উপরের দিকে উষ্ণতা প্রায় -৫৬° সেলসিয়াস হয়।
  3. এই অংশে ৭৫% বায়ু অবস্থান করে।
  4. সম্পূর্ণ বৈশিষ্ট্যের জন্য এখানে ক্লিক করো

Similar Query:- ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত?

মিলিত প্রশ্ন:- ট্রপোস্ফিয়ার কে ক্ষুব্ধ মন্ডল বলে কেন?

শেষ কথা

ট্রপোস্ফিয়ার কাকে বলে? এর উচ্চতা, বৈশিষ্ট্য? একে ক্ষুব্ধমন্ডল বলা হয় কেন? প্রশ্নটি মাধ্যমিকের এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।

আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন। ❤️👌

👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇

Leave a Comment