গ্যাসের চাপ কাকে বলে?

গ্যাসের চাপ কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি সঠিক উত্তর পাবেন।

গ্যাসের চাপ কাকে বলে?

কোনো আবদ্ধ পাত্রের দেয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ওপর গ্যাসীয় অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে গ্যাসের চাপ বলে

উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রে অবস্থিত গ্যাস ওই পাত্রের ভেতরের দেয়ালের একক ক্ষেত্রফলযুক্ত তলের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে ওই গ্যাসের চাপ বলা হয়।

সহজ ভাষায় গ্যাসের চাপ কাকে বলে?

গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল, এদের গতি এলোমেলো। গ্যাসের অণুগুলি সর্বদা নিজেদের মধ্যে ও পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। গ্যাসের অণুগুলি দেয়ালে ধাক্কা দিলে অণুগুলির ভরবেগের পরিবর্তন হয়। আমরা জানি, ভরবেগের পরিবর্তনের হারই হল বল অর্থাৎ পাত্রের দেয়াল অণুগুলির ওপর বল প্রয়োগ করে। প্রতিক্রিয়াস্বরূপ গ্যাসের অণুগুলিও পাত্রের দেয়ালের ওপর বল প্রয়োগ করে। পাত্রের দেয়ালের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত, এই ধাক্কাজনিত বলই হল গ্যাসের চাপ।

পরীক্ষায় আসবে:

শেষ কথা

গ্যাসের চপ কাকে বলে? প্রশ্নটি মাধ্যমিকের ভৌত বিজ্ঞান সিলেবাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।

আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন। ❤️👌

👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇

Leave a Comment