যুক্তি কাকে বলে?
যুক্তি কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি একদম সঠিক উত্তর পাবেন। পড়াশোনা বিষয়ক সমস্ত খবর এর জন্য Bangla Trands এ এসো।
যুক্তি কাকে বলে?
যুক্তির সংজ্ঞা (Definition of Argument): তর্কবিজ্ঞানী কোপি (Copi)-র মতে- “যুক্তি হল কতকগুলি বচনের সমষ্টি যেখানে একটি বচন অপরাপর বচনগুলি থেকে নিঃসৃত হয় এবং অপরাপর বচনগুলিকে সেই বচনটির সত্যতার ভিত্তি স্বরূপ গণ্য করা হয়।” (An argument is any group of propositions of which one is claimed to follow from the others, which are regarded as providing support or grounds for the truth of the one.) Copi, An Introduction to Logic (5th Edi) P-7 অন্য ভাষায় বলা যায়- যুক্তি হল কতকগুলি বচনের সমষ্টি, যেখানে একটি বচনের সত্যতা অপর এক বা একাধিক বচনের সত্যতার দ্বারা সমর্থিত হয় বা সমর্থিত হয়েছে বলে দাবি করা হয়। যুক্তি গঠিত হয় কতকগুলি বচনের সাহায্যে। তাই যুক্তিকে এক অর্থে বচনের সমষ্টি বলা হয়েছে। এখানে দুই বা ততোধিক বচনের মধ্যে একটি বচনকে অন্যান্য বচনের ওপর নির্ভর করে প্রতিষ্ঠা করা হয়।
উদাহরণ স্বরূপ:
সকল মানুষ হয় মরণশীল। সক্রেটিস হন একজন মানুষ। … সক্রেটিস হন মরণশীল।
-এটি একটি যুক্তি। এক্ষেত্রে ‘সকল মানুষ হয় মরণশীল’, ‘সক্রেটিস হন একজন মানুষ’ এবং ‘সক্রেটিস হন মরণশীল’- এদের প্রত্যেকটি এক একটি বচন। উক্ত তিনটি বচনের মধ্যে শেষের বচনটিকে প্রথম দুটি বচনের ওপর নির্ভর করে প্রতিষ্ঠা করা হয়েছে। তাই শেষের বচনটি প্রথম দুটি বচন থেকে নিঃসৃত। এই বচনসমষ্টিতে দাবী করা হয়েছে যে, ‘সক্রেটিস হন মরণশীল’- এই বচনটি সত্য, কেননা পূর্বোক্ত বচনদুটি সত্য। এইভাবে প্রতিটি যুক্তিতে এক বা একাধিক বচনের সত্যতার ভিত্তিতে দাবি করা হয় যে, তার বা তাদের সমর্থিত অন্য একটি বচন সত্য হবে। উল্লেখ্য যুক্তিকে বাক্য সমষ্টি না বলে বচন সমষ্টি বলা হয়েছে। অর্থাৎ, যুক্তি গঠিত হয় বচন দিয়ে। তাহলে প্রশ্ন উত্থাপিত হয় বচন কী? উত্তরে বলা যায়, যে বিবৃতি সত্য বা মিথ্যা হয় তাকেই বচন বলে। যেমন- ‘সকল বৃত্ত হয় গোলাকার ক্ষেত্র’ -এটি সত্য বচন। আবার ‘সকল মানুষ হয় অমর’- এটি মিথ্যা বচন। উভয় বিবৃতিই বচনরূপে গণ্য। সুতরাং, বচনই কেবলমাত্র সত্য বা মিথ্যা হতে পারে। কাজেই জিজ্ঞাসামূলক বাক্য, আদেশসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য প্রভৃতি বচনরূপে গণ্য হতে পারে না। কেননা, এই জাতীয় বাক্যকে সত্য বা মিথ্যা রূপে অভিহিত করা যায় না। যাইহোক বচন সম্পর্কে পরবর্তী অধ্যায়ে বিস্তৃত আলোচনা করা হবে।
Online Live Class
আমরা সমস্ত ক্লাসের Online Live class করে থাকি আমাদের খুবই অভিজ্ঞ শিক্ষকের দ্বারা। তোমরা আমাদের কাছে লাইভ ক্লাস করতে চাইলে নিচে ক্লিক করো।
শেষ কথা
যুক্তি কাকে বলে? প্রশ্নটি উচ্চমাধ্যমিকের দর্শন সাবজেক্ট এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।
আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন। ❤️
👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇