বহু কারণ বাদ কাকে বলে?

বহু কারণ বাদ কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি একদম সঠিক উত্তর পাবেন।

আমাদের আর্টিকেল এখন ইউটিউব এর মাধ্যমেও পাবলিশ করা হয় এই লিংকে ক্লিক করে ইউটিউব থেকে দেখে নাও।

বহু কারণ বাদ কাকে বলে?

যে মতবাদে বলা হয় – “একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের দ্বারা উৎপন্ন হয়” তাকে বহু কারণ বাদ বলে।

বহু কারণবাদের সমর্থক হলেন মিল, কারভেট রিড, বেইন প্রভৃতি যুক্তিবিজ্ঞান।

দর্শন সম্পর্কে আরও তথ্য জানতে চাইলে 👉🏻 ক্লিক করুন।

Full PDF

তোমার প্রয়োজনীয় সমস্ত রকম ক্লাসের Note Download করতে নিচের দেওয়া ডাউনলোড বাটন করে ডাউনলোড করতে পারবে।

👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇

Leave a Comment