বচনের বিরোধিতা কাকে বলে?

বচনের বিরোধিতা কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি একদম সঠিক উত্তর পাবেন। পড়াশোনা বিষয়ক সমস্ত খবর এর জন্য Bangla Trands এ এসো।

বচনের বিরোধিতা কাকে বলে?

একই উদ্দেশ্য ও একই বিধেয়পদ বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি কেবলমাত্র গুণগত প্রভেদ থাকে, অথবা কেবলমাত্র পরিমাণগত প্রভেদ থাকে, অথবা গুণ ও পরিমাণ উভয়ের প্রভেদ থাকে, তাহলে বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বচনের বিরোধিতা বা বচনের বিরূপতা বলা হয়।

(Proposition having the same subject and predicate but differing in quantity or quality or both are said to be opposed to one another).-Joseph, An Introduction to Logic. উল্লেখ্য, বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ বচন দুটিকে পরস্পরের বিরোধী বচন বলা হয়।

Online Live Class

আমরা সমস্ত ক্লাসের Online Live class করে থাকি আমাদের খুবই অভিজ্ঞ শিক্ষকের দ্বারা। তোমরা আমাদের কাছে লাইভ ক্লাস করতে চাইলে নিচে ক্লিক করো।

শেষ কথা

আরোহ যুক্তি কাকে বলে ? প্রশ্নটি উচ্চমাধ্যমিকের দর্শন সাবজেক্ট এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।

আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন। ❤️

👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇

Leave a Comment