30- হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন
A- বেলিস ও স্টারলিং
B- কুরো সাওয়া
C- ওয়েন্ট
D- জগদীশচন্দ্র বসু
31- হরমোন হলো একটি
A- উৎসেচক
B- গ্রাহক
C- ভৌত সমন্বয়কারী
D- রাসায়নিক সমন্বয়কারী
32- একটি প্রাকৃতিক হরমোনের নাম হলো
A- অক্সিন
B- IPA
C- NAA
D- IBA
33- একটি কৃত্রিম হরমোন হলো
A- IAA
B- NAA
C- GA
D – সাইটোকাইনি
34- একটি গ্যাসীয় হরমোন হলো
A- অক্সিন
B- IPA
C- ডরমিন
D- ইথিলিন
35- অক্সিন সম্বন্ধে প্রথম যে উদ্ভিদে পরীক্ষা হয় সেটি হল
A- মটর
B- গম
C- ধান
D- যই ( Oat)
36- বৃদ্ধি রোধক একটি উদ্ভিদ হল
A- ফ্লোরিচেন
B- অক্সিন
C- সাইটোকাইনি
D- অ্যাব সিসিক অ্যাসিড
37- জীবদেহে রাসায়নিক সমন্বয় সাধনের কাজ করে
A- ভিটামিন
B- উৎসেচক
C- হরমোন
D- ফেরোমন
38- ফ্লোরিজেন হলো এক প্রকার
A- উদ্ভিদ হরমোন
B- প্রানী হরমোন
C- উৎসেচক
D- ভিটামিন
39- ভ্রনও মুকুল আবরণীতে পাওয়া যায়
A- জিব্বেরেলিন
B- অক্সিন
C- সাইটোকাইনি
D- ফ্লোরিজেন
তোমার জন্য জরুরী:
- ✅ জীবন বিজ্ঞানের সমস্ত mcq প্রশ্ন উত্তর।
- ✅ জীবন বিজ্ঞানের মক টেস্ট।
- ✅ মাধ্যমিকের জীবন বিজ্ঞানের সমস্ত প্রশ্ন উত্তর।
- ✅ মাধ্যমিকের অন্যান্য বিষয়ের প্রশ্ন উত্তর।
কনক্লুশন বা শেষ কথা
জীবন বিজ্ঞানের MCQ প্রশ্ন উত্তর করা খুবই গুরুত্বপূর্ণ কারণ MCQ এ তোমরা প্রচুর ছাত্র-ছাত্রী ভুল করো। তাই তুমি mcq পড়ার পর ছোট্ট মক টেস্ট দিয়ে নিজের পরীক্ষার অভিজ্ঞতা কে আরো সুন্দর করতে পারো।
অন্যান্য সমস্ত তথ্যের জন্য ক্লিক করুন।