জোয়ার ভাটা সৃষ্টির কারণ (PDF)

জোয়ার ভাটা সৃষ্টির কারণ এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি একদম সঠিক উত্তর পাবেন। পড়াশোনা বিষয়ক সমস্ত খবর এর জন্য Bangla Trands এ এসো।

জোয়ার ভাটা সৃষ্টির কারণ

প্রধানত দুটি কারণে জোয়ারভাটা সৃষ্টি হয়—

  1. পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ (মহাকর্ষ বল) এবং
  2. পৃথিবীর ভরকেন্দ্রের পরিবর্তনের প্রবণতা।

[1] পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ: মহাবিশ্বে সূর্য, চন্দ্র ও পৃথিবী সবাই সবাইকে আকর্ষণ করে চলেছে।সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর কাছে অবস্থান করায় জোয়ারভাটা সৃষ্টির ক্ষেত্রে চাঁদের আকর্ষণ বলই বেশি (প্রায় 2.2গুণ) কার্যকরী হয়। সূর্যের আকর্ষণে পৃথিবীতে জোয়ার হলেও তা চাঁদের আকর্ষণের জন্য যে জোয়ার হয় তার তুলনায় অতটা প্রবল হয়। না। তবে চাঁদ, সূর্য ও পৃথিবীর কেন্দ্র একই সরলরেখায় অবস্থান করলে তার প্রভাবে জলভাগে তীব্র জোয়ারের সৃষ্টি হয়।

জোয়ার ভাটা সৃষ্টির
জোয়ার ভাটা সৃষ্টির

[2] পৃথিবীর ভরকেন্দ্রের পরিবর্তনের প্রবণতা: চাঁদের মহাকর্ষ টানে মুখ্য জোয়ারে পৃথিবীর অর্ধেক পরিমাণ জল চাঁদের দিকে সরে আসায় পৃথিবীর আকৃতিগত পরিবর্তন। ঘটার প্রবণতা তৈরি হয়। এর ফলে পৃথিবীর ভরকেন্দ্র (centre of mass) চাঁদের দিকে সামান্য হলেও সরে যেতে চায়। কিন্তু পৃথিবীর আবর্তনের জন্য যে ভরবেগ তৈরি হয় তা সংরক্ষণের (conservation of momentum) কারণে পৃথিবীর ভরকেন্দ্রকে একই বিন্দুতে স্থির থাকতেই হয়। ফলে ভারসাম্য রক্ষার্থে চাঁদের উল্টোদিকেও প্রায় সমপরিমাণ জল সরে আসে ও ফুলে ওঠে। এভাবে প্রতিপাদ স্থানেও জোয়ার সৃষ্টি হয়। একে গৌণ জোয়ার বলে। মুখ্য

জোয়ার: পৃথিবীর যে অংশ চাঁদের সামনে থাকে সেই অংশে চাঁদের আকর্ষণ বল সবথেকে বেশি এবং সেখানে জল ফুলে উঠে জোয়ার সৃষ্টি হয়, একে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলে ।

গৌণ জোয়ার: পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার হয় ঠিক তার প্রতিপাদ অংশেও জলরাশি ফুলে ওঠে কিন্তু মুখ্য জোয়ারের মতো অতি তীব্র হয় না। এই অপেক্ষাকৃত মৃদু জোয়ারকে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার বলে।

অন্যদিকে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের অঞ্চল দুটিতে জল সরবরাহ করার জন্য দুই জোয়ারের মধ্যবর্তী বা সমকোণের অঞ্চল দুটির জলতল নেমে যায় এবং ভাটা সৃষ্টি করে। একই স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয়। উল্লেখ্য যে কেবল চাঁদের আকর্ষণে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার এবং কেবল সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় তাকে সৌর জোয়ার বলে। সৌর জোয়ারে তেজ চান্দ্র জোয়ার অপেক্ষা কম হয়।

Online Live Class

আমরা সমস্ত ক্লাসের Online Live class করে থাকি আমাদের খুবই অভিজ্ঞ শিক্ষকের দ্বারা। তোমরা আমাদের কাছে লাইভ ক্লাস করতে চাইলে নিচে ক্লিক করো।

শেষ কথা

জোয়ার ভাটা সৃষ্টির কারণ প্রশ্নটি মাধ্যমিকের ভূগোলের সিলেবাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।

আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন।

👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇

Leave a Comment