মাধ্যম অনুমান বা সমাধ্যম অনুমান (Mediate Inference):
যে অবরোহ অনুমানে একের বেশি অর্থাৎ, একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকে মাধ্যম অনুমান বলে।
এইরূপ অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে আসার সময় মাধ্যম হিসাবে দুই বা তার বেশি আশ্রয়বাক্যের সাহায্য গ্রহণ করা হয়। অর্থাৎ, মাধ্যম অনুমান হল তিন বা তার বেশি বচনের অনুমান। এদের মধ্যে একটি বচন হয় সিদ্ধান্ত এবং বাকি বচনগুলি হয় আশ্রয়বাক্য।
উল্লেখ্য, যে ক্ষেত্রে দুটি মাত্র আশ্রয়বাক্যকে ভিত্তি করে সিদ্ধান্তটি পাওয়া যায়, তাকে ন্যায় যুক্তি (Syllogism) বলা হবে।
উদাহরণস্বরূপ-
A-সকল মানুষ হয় মরণশীল প্রাণী। (আশ্রয়বাক্য)।
A-সকল কবি হয় মানুষ। (আশ্রয়বাক্য) (মাধ্যম বচন)।
A-সকল কবি হয় মরণশীল প্রাণী। (সিদ্ধান্ত)।
এটি মাধ্যম অনুমান, কারণ এখানে- (i) দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয়েছে। এক্ষেত্রে প্রথম আশ্রয়বাক্যটি থেকে সরাসরি সিদ্ধান্তে আসা যায় নি। মাধ্যম হিসাবে দ্বিতীয় আশ্রয়বাক্যটির সাহায্য গ্রহণ করা হয়েছে। এজন্য মাধ্যম অনুমান হল পরোক্ষ অনুমান। (ii) এটি অবরোহ অনুমান। কেননা, আশ্রয়বাক্য দুটির কোনোটির তুলনায় সিদ্ধান্ত বেশি ব্যাপক হয়নি।
Online Live Class
আমরা সমস্ত ক্লাসের Online Live class করে থাকি আমাদের খুবই অভিজ্ঞ শিক্ষকের দ্বারা। তোমরা আমাদের কাছে লাইভ ক্লাস করতে চাইলে নিচে ক্লিক করো।
শেষ কথা
আরোহ যুক্তি কাকে বলে ? প্রশ্নটি উচ্চমাধ্যমিকের দর্শন সাবজেক্ট এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।
আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন। ❤️
👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇