বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ারর্মিং কাকে বলে? বিশ্ব উষ্ণায়নের প্রভাব?

বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ারর্মিং কাকে বলে? বিশ্ব উষ্ণায়নের প্রভাব? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি একদম সঠিক উত্তর পাবেন।

বিশ্ব উষ্ণায়ন কাকে বলে?

উত্তর: বর্তমান বিশ্বে শিল্প, জ্বালানি অথবা আসবাবপত্র বানানোর জন্য বনভূমি ধ্বংস করা বা কেটে ফেলা হয় ফলে CO2 গ্যাস বেড়েই চলেছে। এবং মানুষের নানাবিধ কার্যকলাপে রেফ্রিজারেটর, মোটরগাড়ি, প্লাস্টিক ইত্যাদি শিল্পে CFC গ্যাসের অত্যাধিক ব্যবহার করা হয় তার সঙ্গে সঙ্গে মানুষ ও জীবজন্তুর মলমূত্র ও বিভিন্ন বর্জ্য পদার্থের পচন থেকে মিথেন গ্যাস সৃষ্টি হয়। এইসব গ্যাস গুলির দ্বারা বায়ুমন্ডলের উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এই ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলা হয়।

✒️ CO2 গ্যাসের ব্যাপক বৃদ্ধি বিশ্ব উষ্ণায়নের একটি মূল কারণ। এবং প্রতিবছর CFC গ্যাসের পরিমাণ এতটাই বৃদ্ধি পাচ্ছে যে হিসাব করে দেখা গিয়েছে আগের বছরের থেকে ৫% বেশি বৃদ্ধি পায় CFC গ্যাস। এইভাবে চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে বিশ্ব উষ্ণায়ন দ্বিগুণ প্রভাব বিস্তার করবে।

গ্লোবাল ওয়ারর্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব

  • 1- বৈজ্ঞানিকরা তাদের গবেষণার মাধ্যমে বলেছেন এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর উষ্ণতা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে যা চরম বিপর্যয় সৃষ্টি করবে।
  • 2- উষ্ণতা বৃদ্ধির ফলে বায়ুর ওজন কমে যাবে এবং বায়ু উপরের দিকে উঠে পড়বে ফলে ব্যাপক পরিমাণে ঝড়-বৃষ্টি দেখা যাবে।
  • 3- এই ব্যাপক উষ্ণতার ফলে বিভিন্ন কিট পতঙ্গ মারা যাবে ফলে কিছু প্রাণী চিরতরে বিলুপ্ত হবে এবং ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হবে এবং বিভিন্ন প্রাণী অকেজ হয়ে পড়বে।
  • 4- এই উষ্ণতা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলে জমে থাকা বরফ আস্তে আস্তে গলতে শুরু করবে ফলে বিভিন্ন নিচু দেশ জলের তোলে চলে যাবে, মহাপ্লাবন সৃষ্টি হবে ভূপৃষ্ঠের জলস্তর বৃদ্ধি পেয়ে। ফলে সমুদ্রের লবণাক্ত জল ভূপৃষ্ঠ চলে আসবে ফলে উর্বর চাষ জমি অকেজ হয়ে পড়বে।
  • 5- বিভিন্ন রকম গ্রীষ্মকালীন রোগ যেমন ম্যালেরিয়ার, ডেঙ্গু ইত্যাদি রোগের পরিমাণ বৃদ্ধি পাবে।
  • 6- মূল কথা এইভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়তে থাকলে পৃথিবী একটা দিন পুরোপুরি বিনাশ হয়ে যাবে।

সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে?

সুন্দরবনের লোহাচড়া দ্বীপ বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে।

বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কোন গ্যাস?

CFC, CO2.

👇পরীক্ষায় আসবে:

  1. বিশ্ব উষ্ণায়ন বা গুগল ওয়ার্নিং কাকে বলে? বিশ্ব উষ্ণায়নের প্রভাব? ⭐⭐⭐
  1. তাপন মূল্য কাকে বলে? তালিকা ⭐⭐⭐

শেষ কথা

বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ারর্মিং কাকে বলে? বিশ্ব উষ্ণায়নের প্রভাব? তালিকা প্রশ্নটি মাধ্যমিকের সিলেবাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।

আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন। ❤️👌

👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇

Leave a Comment