তাপন মূল্য কাকে বলে? তালিকা

তাপন মূল্য কাকে বলে? তালিকা এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি একদম সঠিক উত্তর পাবেন।

তাপন মূল্য কাকে বলে? তালিকা

উত্তর: এক গ্রাম পরিমাণ কোন জ্বালানি অক্সিজেনে সম্পূর্ণ দহনের ফলে যে তাপ উৎপন্ন হয়, তাকে আমরা তাপন মূল্য বলে থাকি। তাপন মূল্যের আরও একটা সংজ্ঞা দেওয়া যায় যেটা হলো ১kg ভরের কোন কঠিন বা তরল জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ বা শক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে।

তাপন মূল্যের তালিকা

ক্রমিক সংখ্যাজীবাশ্ম জ্বালানিতাপন মূল্য(Kj/g)
1কয়লা25-30
2কাঠ কয়লা33
3ডিজেল 45
4কেরোসিন48
5পেট্রোল 50
6প্রাকৃতিক গ্যাস33-50
7রান্নার গ্যাস(LPG) 50
তাপন মূল্যের তালিকা
তাপন মূল্যের তালিকা

যেমন- পেট্রোল ডিজেল ও কেরাসিন এর তাপন মূল্য প্রায় 45-47kcal/kg।

lpg এর তাপন মূল্য কত?

LPG এর তাফন মূল্য 28000Kcal/m3

তাপন মূল্যের একক কি?

তপন মূল্য পরিমানের প্রচলিত SI একক হল কিলোজুল/গ্রাম (Kj/g)।

কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি?

ডিজেলের তাপন মূল্য বেশি।

কয়লার তাপন মূল্য কত?

25-30.

SI তে তাপন মূল্যের একক কি?

কিলোজুল/গ্রাম (Kj/g)।

👇পরীক্ষায় আসবে:

  1. বিশ্ব উষ্ণায়ন বা গুগল ওয়ার্নিং কাকে বলে? বিশ্ব উষ্ণায়নের প্রভাব? ⭐⭐⭐
  1. তাপন মূল্য কাকে বলে? তালিকা ⭐⭐⭐

শেষ কথা

তাপন মূল্য কাকে বলে? তালিকা প্রশ্নটি মাধ্যমিকের সিলেবাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।

আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন। ❤️👌

👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇

Leave a Comment