ওজোন স্তর ধ্বংসের CFC এর ভূমিকা

ওজোন স্তর ধ্বংসের CFC এর ভূমিকা এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি একদম সঠিক উত্তর পাবেন। পড়াশোনা বিষয়ক সমস্ত খবর এর জন্য Bangla Trands এ এসো।

ওজোন স্তর ধ্বংসের CFC এর ভূমিকা

উত্তর:- ওজোন স্তর ধ্বংসের জন্য কোন গ্যাস যদি প্রধান হয়ে থাকে তাহলে সেটা CFC গ্যাস।

দৈনন্দিন জীবনে কার্যকলাপ CFC যেভাবে স্থান অধিকার করে নিয়েছে এবং কিভাবে CFC ওজোন স্তরকে ধ্বংস করছে তার নিচে বর্ণনা করা হলো

ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান যৌগগুলি হলো–

ক্লোরোফ্লুরোকার্বন সমূহ সংক্ষেপে যাকে আমরা বলি cfc আর নাইট্রোজেনের কিছু অক্সাইড সমূহ প্রধানত নাইট্রিক অক্সাইড (N2O), হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড, ট্রাইকোলাইথেন প্রভৃতির একসঙ্গে cfc সমূহ

  • রেফ্রিজারেটরের ও বাতানুকূল যন্ত্রের হিমায়ক রূপে,
  • এরোসল পেতে চালকরূপে,
  • প্লাস্টিক উৎপাদনে ফর্মিং এজেন্ট রূপে,
  • আগ্নেয়নির্বাপক যন্ত্র তৈরির জন্য ও,
  • ইলেকট্রনিক্স জিনিস পরিষ্কার করতে ব্যবহৃত হয় CFC সমূহ।

আর এই ব্যবহারের ফলে CFC সমূহ বায়ুমন্ডলের স্ট্যাটোস্ফিয়ারে পৌঁছে ওজোন স্তর ধ্বংস করে।

এছাড়াও অতি বেগুনি রশ্মির আঘাতে CFC বিয়োজিত হয়ে যে সক্রিয় CI পরমাণু উৎপন্ন করে তা ওজনকে অক্সিজেনে পরিণত করে।

বিক্রিয়াটি হল:- CI + O3 > CIO + O2 ; CIO + O3 > 2O2 + CI

এইভাবে প্রক্রিয়াটি অবিরাম চলতেই থাকে। একটি সক্রিয় CI পরমাণু লক্ষণীয় ওজন অনুর বিয়োজন ঘটাতে সক্ষম।

Online Live Class

আমরা সমস্ত ক্লাসের Online Live class করে থাকি আমাদের খুবই অভিজ্ঞ শিক্ষকের দ্বারা। তোমরা আমাদের কাছে লাইভ ক্লাস করতে চাইলে নিচে ক্লিক করো।

👇পরীক্ষায় আসবে:

শেষ কথা

সৌরশক্তি কাকে বলে? ব্যবহার প্রশ্নটি মাধ্যমিকের ভৌত বিজ্ঞান সিলেবাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।

আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন। ❤️👌

👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇

Leave a Comment