আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, কয় প্রকার ও কি কি + বায়ুর আর্দ্রতামাপার যন্ত্রের নাম কি ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি একদম সঠিক উত্তর পাবেন।
আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, কয় প্রকার ও কি কি + বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি?
উত্তর: কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণ এবং ওই নির্দিষ্ট উষ্ণতায়ওই আয়তনের বায়ু সর্বাধিক যে পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে পারে অর্থাৎ বায়ুকে সম্পৃক্ত করতে পারে তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। একে শতকরায় প্রকাশ করা হয়। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ভোরে সর্বাধিক ও দুপুরে সর্বনিম্ন হয়।
আপেক্ষিক আর্দ্রতা = একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের ভর / ওই উষ্ণতায় ওই আয়তনের সম্পৃক্ত বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের ভর x 100
চরম ও আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য : [i] চরম আর্দ্রতা বায়ুতে কেবল উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণকেই বোঝায়। আপেক্ষিক আর্দ্রতা বায়ুতে সর্বোচ্চ পরিমাণ জলীয়বাষ্প ধরে রাখার অনুপাতকে বোঝায়। [ii] চরম আর্দ্রতা গ্রাম/ঘনমিটার হিসেবে চরম মানে আর আপেক্ষিক আর্দ্রতা শতাংশ মানে প্রকাশিত হয়। [iii] চরম আর্দ্রতা সারাদিন একই থাকে কিন্তু আপেক্ষিক আর্দ্রতার হ্রাস-বৃদ্ধি ঘটে।
সম্পৃক্ত ও অসম্পৃক্ত বায়ু : বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ নির্ভর করে বায়ুমণ্ডলীয় উন্নতার ওপর। যখন কোনো মি এবার আজ জানা থার্মোমিটারের উন্নতার পার্থক্য অনুযায়ী আপেক্ষিক আর্দ্রতা মাপক সারণি নির্দিষ্ট উয়তায় নির্দিষ্ট আয়তনের বায়ু সর্বোচ্চ পরিমাণ জলীয়বাষ্প ধারণ করে এবং বায়ুর আর কোনো জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতা থাকে না তখন তাকে সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু বলে এবং আপেক্ষিক আর্দ্রতা 100% হয়। নির্দিষ্ট উয়তায় নির্দিষ্ট আয়তনের বায়ুর সর্বোচ্চ ধারণক্ষমতা থেকে কম জলীয়বাষ্প থাকলে তাকে অসম্পৃক্ত বায়ু বলে।
শিশিরাঙ্ক: যে উয়তায় সম্পৃক্ত বায়ুর মধ্যে উপস্থিত জলীয়বাষ্প শিশিরে পরিণত হয় তাকে শিশিরাঙ্ক বলে।
বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম :
হাইগ্রোমিটার যন্ত্রের দ্বারা আর্দ্রতা পরিমাপ করা হয়। হাইগ্রোমিটারে রাখা আর্দ্র কুণ্ড ও শুষ্ক কুণ্ড থেকে আর্দ্রতা নির্ণয় করা হয়।
Full PDF
তোমার প্রয়োজনীয় সমস্ত রকম ক্লাসের Note Download করতে নিচের দেওয়া ডাউনলোড বাটন করে ডাউনলোড করতে পারবে।
শেষ কথা
আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, কয় প্রকার ও কি কি + বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? প্রশ্নটি মাধ্যমিকের ভূগোলের সিলেবাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।
আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন।
👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇