ট্রপিক হরমোন কাকে বলে? উদাহরণ দাও
ট্রপিক হরমোন কাকে বলে? উদাহরণ দাও এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি সঠিক উত্তর পাবেন।
ট্রপিক হরমোন কাকে বলে? উদাহরণ দাও
যেসব হরমোন কোন একটি অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে অপর অন্তক্ষরা গ্রন্থি বা দেহের ওপর কোন কোষিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাকে টপিক হরমোন বলে।
উদাহরণ: ACTH হরমোন অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অ্যান্ডনাল গ্রন্থির কটেক্স অংশে উদ্দীপিত করে অ্যান্ডেনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
পরীক্ষায় আসবে:
শেষ কথা
ট্রপিক হরমোন কাকে বলে? উদাহরণ দাও প্রশ্নটি মাধ্যমিকের এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।
আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন। ❤️👌
👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇