STP-তে আয়তন কত হবে তা জানার জন্য কোন সমীকরণ ব্যবহার করা হয়? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি একদম সঠিক উত্তর পাবেন। পড়াশোনা বিষয়ক সমস্ত খবর এর জন্য Bangla Trands এ এসো।
STP-তে আয়তন কত হবে তা জানার জন্য কোন সমীকরণ ব্যবহার করা হয়?
উত্তর:- গ্যাসীয় পদার্থের আয়তন STP-তে দেওয়া না থাকলে STP-তে আয়তন কত হবে তা জানার জন্য প্রদত্ত সমীকরণ ব্যবহার করা হয়: (P₁ V₁)/T₁ = (P2V2)/T2
Online Live Class
আমরা সমস্ত ক্লাসের Online Live class করে থাকি আমাদের খুবই অভিজ্ঞ শিক্ষকের দ্বারা। তোমরা আমাদের কাছে লাইভ ক্লাস করতে চাইলে নিচে ক্লিক করো।
শেষ কথা
STP-তে আয়তন কত হবে তা জানার জন্য কোন সমীকরণ ব্যবহার করা হয়? প্রশ্নটি মাধ্যমিকের ভৌত বিজ্ঞান সিলেবাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।
আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন। ❤️👌
👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇