উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখ

উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখ এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি একদম সঠিক উত্তর পাবেন।

উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য

  • [i] কৃত্রিম উপগ্রহের সহায়তায় ভূপৃষ্ঠের উপাদানগুলি থেকে প্রতিফলিত আলোকশক্তিকে সংগ্রহ করে উপগ্রহ চিত্র প্রস্তুত করা হয়।
  • [ii] তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্যের ভিত্তিতে ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত তড়িৎচুম্বকীয় বর্ণালিকে উপগ্রহের ক্যামেরা নিজস্ব ক্ষমতা অনুসারে পৃথক পৃথকভাবে সংগ্রহ করে। যেমন-নীল, সবুজ, লাল, অবলোহিত রশ্মি ইত্যাদি। এগুলি পরবর্তীকালে উপগ্রহ চিত্রের বিশ্লেষণে কাজে লাগে।
  • [iii] ভূপৃষ্ঠে অবস্থিত বিভিন্ন উপাদানের প্রতিফলনের মাত্রা ভিন্ন ভিন্ন এবং উপগ্রহ চিত্র এই ভিন্ন মাত্রার প্রতিফলনকেই আলাদা করে সংগ্রহ করতে পারে।
  • [iv] উপগ্রহ চিত্র প্রস্তুতির সময় তথ্যগুলি যেহেতু ডিজিট্যাল পদ্ধতিতে সংগ্রহ করা হয় তাই আধুনিক প্রযুক্তির সাহায্যে কম্পিউটারে একে বিশ্লেষণ করা সম্ভব হয়।
  • [v] ভিন্ন ভিন্ন বর্ণালির ব্যান্ড থাকায় এদের বিভিন্ন কম্পোজিশন তৈরি করে ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা যায়। যেমন-সবুজ, লাল এবং অবলোহিত রশ্মির কম্বিনেশন দ্বারা স্বাভাবিক উদ্ভিদের বণ্টন, ঘনত্ব, বয়স ইত্যাদি নির্ধারণ করা যায়।
  • [vi] দূরসংবেদন প্রক্রিয়ায় সংগৃহীত তথ্যাদির সহায়তায় প্রস্তুত উপগ্রহ চিত্রে অবশ্যই ছবিটির তোলার তারিখ, সময়, উপগ্রহের নাম, বর্ণালির সংকেত ইত্যাদি তথ্য থাকে। এমনকি মানচিত্রের স্কেল, অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার সম্পর্কিত তথ্যও থাকে।
  • [vii] উপগ্রহ চিত্র সাধারণত ছদ্ম রঙে (false colour) প্রকাশ করা হয়, যাতে আরও ভালোভাবে ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানকে পর্যালোচনা করা যায়। যেমন-এধরনের চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে লাল রং দিয়ে এবং কৃষিক্ষেত্রকে হলুদ রং দিয়ে দেখানো হয়।

Full PDF

তোমার প্রয়োজনীয় সমস্ত রকম ক্লাসের Note Download করতে নিচের দেওয়া ডাউনলোড বাটন করে ডাউনলোড করতে পারবে।

শেষ কথা

উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখ প্রশ্নটি মাধ্যমিকের ভূগোলের সিলেবাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।

আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন

👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇

Leave a Comment