চুয়াড় বিদ্রোহ কাকে বলে? কারণ ও ফলাফল এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি একদম সঠিক উত্তর পাবেন।
চুয়াড় বিদ্রোহ কাকে বলে? কারণ ও ফলাফল
কিছু অংশের আদিবাসীকে ‘চুয়াড়’ বলত। চুয়াড় আদিবাসীরা ১৭৯৮-৯৯ খ্রিস্টাব্দে মেদিনীপুরের উত্তর-পশ্চিম ও বাঁকুড়ার দক্ষিণ-পশ্চিমে বিদ্রোহ করে। ক্রমশ তা ধলভূম, মানভূম, বীরভূম, শালবনী, ঘাটশিলা প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর আগেও ১৭৬৬ খ্রি. থেকে ১৭৭৬ খ্রি. পর্যন্ত তারা বিদ্রোহ করেছিল ।
কারণ: চুয়াড় বিদ্রোহের মূল বৈশিষ্ট্য হল এটি অরণ্যের অধিকার রক্ষার লড়াই। স্বাধীনচেতা, নির্ভীক ও সাহসী চুয়াড় উপজাতির মানুষ জঙ্গলের অরণ্য সম্পদ ও জমি ইংরেজ আশ্রিত জমিদারদের হাত থেকে রক্ষার জন্য এই বিদ্রোহ করেছিল। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩) কর্নওয়ালিশ কর্তৃক প্রবর্তনের পর জমিদাররা চুয়াড় আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছিল। পাইক বা সৈনিকের কাজ করে যে নিষ্কর জমি চুয়াড় চাষিরা বেতনের পরিবর্তে পেত তাকে বলে ‘পাইকান জমি’। সরকার জোর করে এই জমি কেড়ে নিলে চুয়াড় কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে। তাই দুর্জন সিংহের নেতৃত্বে চুয়াড় বিদ্রোহীরা রায়পুরের ৩০টি গ্রাম দখল করে। শালবনির সরকারি অফিস জ্বালিয়ে দেয়। এই বিদ্রোহের অন্যান্য নেতা গোবর্ধন দিকপতি, লাল সিং, মোহনলাল, রানী শিরোমণি (মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত) ও অচল সিংহের নেতৃত্বে ও বাগড়ীর লায়েক সম্প্রদায়ের প্রজারা গেরিলা কায়দায় বিদ্রোহ শুরু করে। এটি চুয়াড় বিদ্রোহের এক অভিনব বৈশিষ্ট্য। ইংরেজদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে চুয়াড় বিদ্রোহ ও তাদের অসীম বীরত্ব মুক্তি সংগ্রামের বড়ো প্রেরণা।
ফলাফল: জঙ্গলমহলের সকল আদিবাসী চুয়াড় বিদ্রোহের সময় ঐক্যবদ্ধ হয়ে রক্তক্ষয়ী সংগ্রামের বিরল নজির গড়েছিল। এই ভয়ংকর বিদ্রোহ দমনের জন্য মেদিনীপুর শহর থেকে পুলিশ ও সেনাদল পাঠানো হয়েছিল। সরকার ভেদবুদ্ধিও অবলম্বন করেছিল। কিন্তু চুয়াড় বিদ্রোহীদের ‘নরহত্যা’, ‘নিষ্ঠুরতা’ ও ‘দস্যুবৃত্তি’ অবলম্বনের যৌক্তিকতা কিছু ইংরেজ অফিসার স্বীকার করে নিয়ে, সরকারকে এই বিদ্রোহের জন্য দায়ী করেছিলেন।
Full PDF
তোমার প্রয়োজনীয় সমস্ত রকম ক্লাসের Note Download করতে নিচের দেওয়া ডাউনলোড বাটন করে ডাউনলোড করতে পারবে।
শেষ কথা
চুয়াড় বিদ্রোহ কাকে বলে? কারণ ও ফলাফল প্রশ্নটি মাধ্যমিকের ভূগোলের সিলেবাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।
আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন
👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇