20- ক্রেস্কোগ্রাম যন্ত্র নিয়ে কাজ করেছিলেন বিজ্ঞানী
A- সত্যেন্দ্রনাথ বস
B- জগদীশচন্দ্র বসু
C- প্রফুল্ল চন্দ্র রায়
D- নিউটন
21- নিচের যে জিবটিতে সামগ্রিক চলন দেখা যায়
A- মিউকর-এ
B- ভলভক্স-এ
C- মিক্সোমাইসেটিস -এ
D- বনচাড়ালে
22- উদ্ভিদের সারা পরিমাপক যন্ত্র কি হলো
A- ক্রেস্কোগ্রাফ
B- আর্ক মিটার
C- সিসমোগ্রাফ
D- হাইগ্রোমিটার
23- উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞানী হলেন
A- ডক্টর সিভি রমন
B- ডক্টর এডওয়ার্ড জেনার
C- আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
D- আচার্য জগদীশচন্দ্র বোস
24- সংবেদনশীলতা দেখা যায় হয়
A- কেবল প্রাণীতে
B- কেবল উদ্ভিদে
C – প্রাণী এবং উদ্ভিদ উভয়ই
D- এদের কোনটিতেই নয়
25- পারিপার্শ্বিকের যে কারণ এর প্রভাবে জীবদেহে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, তাকে বলে
A- উত্তেজিতা
B- সাড়া
C- উদ্দীপক
D- কারক
26- টিউলিপ টিউলি ফুলের উন্মোচন হলো একপ্রকার
A -ফটো ন্যাস্টিক চলন
B – থার্মো ন্যাস্টিক চলন
C- নিকটিন্যাস্টিক চলন
D- কেমো নেস্টিক চলন
27- বনচাঁড়ালের পার্শ্বপ্রতীরে দেখা যায়
A- জিও ট্রপিক চলন
B- ফটো ন্যাস্টিক চলন
C- প্রকরণ চলন
D- সিসমো নেস্টিক চলন
28- নিচে যে জিবটি গমনে সক্ষম তা হল
A- মিউকর
B – ইস্ট
C- পেনিসিলিয়াম
D- ক্লেমাই ডোমোনাস
29- পতঙ্গ ভুক উদ্ভিদের চলন হল
A – কেমোনেস্টিক চলন
B- কেমো টেকটিক চলন
C- কেমো ট্রপিক চলন
D- কোনোটিই নয়
তোমার জন্য জরুরী:
- ✅ জীবন বিজ্ঞানের সমস্ত mcq প্রশ্ন উত্তর।
- ✅ জীবন বিজ্ঞানের মক টেস্ট।
- ✅ মাধ্যমিকের জীবন বিজ্ঞানের সমস্ত প্রশ্ন উত্তর।
- ✅ মাধ্যমিকের অন্যান্য বিষয়ের প্রশ্ন উত্তর।
কনক্লুশন বা শেষ কথা
জীবন বিজ্ঞানের MCQ প্রশ্ন উত্তর করা খুবই গুরুত্বপূর্ণ কারণ MCQ এ তোমরা প্রচুর ছাত্র-ছাত্রী ভুল করো। তাই তুমি mcq পড়ার পর ছোট্ট মক টেস্ট দিয়ে নিজের পরীক্ষার অভিজ্ঞতা কে আরো সুন্দর করতে পারো।
অন্যান্য সমস্ত তথ্যের জন্য ক্লিক করুন।