দশম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর |Class 10 Life science Chapter 1 MCQ page1
সূচিপত্র
- 1 1- হরমোন হলো একপ্রকার _ উদ্দীপক
- 2 2- লজ্জাবতীর পাতা __ উদ্দীপনায় সারা দেয়।
- 3 3- আচার্য জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত যন্ত্রটির নাম কি?
- 4 4- অক্সিন হরমোনের দ্বারা __ চলন নিয়ন্ত্রিত হয়?
- 5 5- টপিক চলনের অপর নাম কি?
- 6 6- উদ্দীপক হল এক ধরনের
- 7 7- উদ্দীপকে তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন কে বলা হয়
- 8 8- দিনের আলোর পদ্ম ফুলে পরিস্ফুটন একপ্রকার-
- 9 9- একটি অভ্যন্তরীণ উদ্দীপনার উদাহরণ হল-
- 10 কনক্লুশন বা শেষ কথা
1- হরমোন হলো একপ্রকার _ উদ্দীপক
A- অভ্যন্তরীণ
B- বাহ্যিক
C- উভয়
D- এবং কোনোটিই নয়
2- লজ্জাবতীর পাতা __ উদ্দীপনায় সারা দেয়।
A- আলো
B- উত্তাপ
C- আঘাত
D- স্পর্শ
3- আচার্য জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত যন্ত্রটির নাম কি?
A- কিমোগ্রাফ
B- ক্রেস্কোগ্রাফ
C- ফটোগ্রাফ
D- কোনোটিই নয়
4- অক্সিন হরমোনের দ্বারা __ চলন নিয়ন্ত্রিত হয়?
A- ন্যাস্টিক চলন
B- ট্রপিক চলন
C- ট্যাকটিক চলন
D- কোনোটিই নয়
5- টপিক চলনের অপর নাম কি?
A- দিক-নিণীত চলন
B- জিও ট্রপিক চলন
C- ন্যাস্টিক চলন
D- কোনোটিই নয়
6- উদ্দীপক হল এক ধরনের
A- সংবেদন
B- প্রত্যক্ষণ
C- সাড়া
D- শক্তি
7- উদ্দীপকে তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন কে বলা হয়
A- টপিক চলন
B- প্র্যাকটিক চলন
C- ন্যাস্টিক চলন
D- কেমট্যাকসিস
8- দিনের আলোর পদ্ম ফুলে পরিস্ফুটন একপ্রকার-
A- ন্যাস্টিক চলন
B- ট্যাকটিক চলন
C- টপিক চলন
D- প্রকরণ চলন
9- একটি অভ্যন্তরীণ উদ্দীপনার উদাহরণ হল-
A- কোশের রসস্ফিতিজনিত চাপের পরিবর্তন
B- আলোক তীব্রতার পরিবর্তন
C- অভিকর্ষ
D- স্পর্শ
তোমার জন্য জরুরী:
- ✅ জীবন বিজ্ঞানের সমস্ত mcq প্রশ্ন উত্তর।
- ✅ জীবন বিজ্ঞানের মক টেস্ট।
- ✅ মাধ্যমিকের জীবন বিজ্ঞানের সমস্ত প্রশ্ন উত্তর।
- ✅ মাধ্যমিকের অন্যান্য বিষয়ের প্রশ্ন উত্তর।
কনক্লুশন বা শেষ কথা
জীবন বিজ্ঞানের MCQ প্রশ্ন উত্তর করা খুবই গুরুত্বপূর্ণ কারণ MCQ এ তোমরা প্রচুর ছাত্র-ছাত্রী ভুল করো। তাই তুমি mcq পড়ার পর ছোট্ট মক টেস্ট দিয়ে নিজের পরীক্ষার অভিজ্ঞতা কে আরো সুন্দর করতে পারো।
অন্যান্য সমস্ত তথ্যের জন্য ক্লিক করুন।