মিলেট চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো

মিলেট চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি একদম সঠিক উত্তর পাবেন।

মিলেট চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো

মিলেট (জোয়ার, বাজরা, রাগি): মিলেট হল প্রধান শুষ্ক দানা শস্য।

অনুকূল ভৌগোলিক পরিবেশ: [A] প্রাকৃতিক—-

  1. [i] জলবায়ু — জোয়ার উৎপাদনে 26-33°সে উয়তা এবং 30-100 সেমি বৃষ্টিপাত, বাজরা উৎপাদনে 25-30 °সে উয়তা এবং 40-50 সেমি বৃষ্টিপাত এবং রাগির ক্ষেত্রে 20-30 °সে উন্নতা ও 50-100 সেমি বৃষ্টিপাত প্রয়োজন।
  2. [ii] মাটি—জোয়ার চাষের ক্ষেত্রে কর্দমাক্ত দোআঁশ মাটি, বাজরার ক্ষেত্রে হালকা বালি মাটি, লোহিত মৃত্তিকা এবং রাগির ক্ষেত্রে লোহিত মৃত্তিকা, হালকা দোআঁশ মৃত্তিকা প্রয়োজন।
  3. [iii] জমি বা ভূমি—প্রায় সমতলভূমির প্রয়োজন।

[B] অর্থনৈতিক : —–

  1. [i] সার—জৈব সার প্রয়োগে ফলন বেশি হয়।
  2. [ii] শ্রমিক—এসব শসা চাষে দক্ষ ও পরিশ্রমী শ্রমিক প্রয়োজন।
  3. [iii] যন্ত্রপাতি— শস্য ঝাড়া ও বাছাই-এর জন্য হস্তচালিত ও বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রয়োজন হয়।
  4. [iv] পরিবহণ—উন্নত পরিবহণ ব্যবস্থা প্রয়োজন।

2- বন্টন: মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত প্রভৃতি রাজ্যে জোয়ার; রাজস্থান, গুজরাত, হরিয়ানা প্রভৃতি রাজ্যে বাজরা; কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যে রাগি উৎপন্ন হয়।

3- উৎপাদন: ভারতীয় কৃষি মন্ত্রকের তথ্য অনুযায়ী 2015-16 সালে ভারতে মোট 44.1 লক্ষ টন জোয়ার, 80.6 লক্ষ টন বাজরা, 15.7 লক্ষ টন রাগি উৎপাদন হয়। জোয়ার উৎপাদনে প্রথম মহারাষ্ট্র (13.1 লক্ষ টন), কর্ণাটক (11.5 লক্ষ টন) দ্বিতীয়, তামিলনাড়ু (5.5 লক্ষ টন) তৃতীয়; বাজরা উৎপাদনে প্রথম রাজস্থান (35.3 লক্ষ টন), উত্তরপ্রদেশ (17.8 লক্ষ টন) দ্বিতীয়, গুজরাত (7.9 লক্ষ টন) তৃতীয় এবং রাশি উৎপাদনে প্রথম কর্ণাটক ( 9.75 লক্ষ টন), উত্তরাখণ্ড (1.74 লক্ষ টন) দ্বিতীয়, মহারাষ্ট্র (1.39 লক্ষ টন) তৃতীয় স্থানাধিকারী।

4- বাণিজ্য : 2015-16 সালে ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহি, মরক্কো, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, টিউনিসিয়া, সৌদি আরব, লিবিয়া প্রভৃতি দেশে 14.11 লক্ষ টাকা মূল্যের প্রায় 66,000 টন মিলেট রপ্তানি করা হয়।

Full PDF

তোমার প্রয়োজনীয় সমস্ত রকম ক্লাসের Note Download করতে নিচের দেওয়া ডাউনলোড বাটন করে ডাউনলোড করতে পারবে।

শেষ কথা

মিলেট চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো প্রশ্নটি মাধ্যমিকের ভূগোলের সিলেবাস এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।

আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন

👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇

Leave a Comment