বৈকল্পিক বচন কাকে বলে?
বৈকল্পিক বচন কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Proshno Jagat এর সমস্ত আর্টিকেল লেখা হয় খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা ফলে আপনি একদম সঠিক উত্তর পাবেন। পড়াশোনা বিষয়ক সমস্ত খবর এর জন্য Bangla Trands এ এসো।
বৈকল্পিক বচন কাকে বলে?
বৈকল্পিক বচন (Disjunctive Proposition): যে সাপেক্ষ বচনে দুটি বক্তব্য এমনভাবে যুক্ত থাকে যার একটিকে অপরটির বিকল্প (alternative) হিসাবে গ্রহণ করা যায় এবং বক্তব্য দুটিকে ‘হয়-অথবা’ বা অনুরূপ কোনো শব্দের সাহায্যে যুক্ত করা হয়, তাকে বৈকল্পিক বচন বলে) যেমন- ‘হয় ছাত্রটি বুদ্ধিমান অথবা বোকা’, ‘হয় আমি স্কুলে যাবো না হয় বাজারে যাবো’, ইত্যাদি। সংক্ষেপে, হয়-অথবা, হয়-না হয়, কিংবা, বা, নতুবা প্রভৃতি শব্দের সাহায্যে সাধারণত বৈকল্পিক বচনকে প্রকাশ করা হয়। বৈকল্পিক বচন দুটি বিকল্প দ্বারা যুক্ত থাকে। এই দুটি বিকল্পের প্রত্যেকটি এক একটি সরল বচন হয়। এই দুটি সরল বচন এমনভাবে যুক্ত থাকে যে এদের একটি সত্য হলে অন্যটি মিথ্যা হয়। যেমন- ‘হয় আমি ভাত খাবো অথবা রুটি খাবো’- এই বৈকল্পিক বচনটির ক্ষেত্রে ‘আমি ভাত খাবো’ হল একটি বিকল্প এবং ‘আমি রুটি খাবো’ হল অপর একটি বিকল্প। এই দুটি বিকল্পকে ‘হয়-অথবা’ শব্দটি দিয়ে যুক্ত করা হয়েছে। এই দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে না। এই বচনটির অর্থ হল যদি আমি ভাত খাই তাহলে রুটি খাবো না, কিংবা যদি আমি রুটি খাই তাহলে ভাত খাবো না। অর্থাৎ, এক্ষেত্রে একটি বিকল্পকে গ্রহণ করলে অন্য বিকল্পটিকে বর্জন করতে হয়।
Online Live Class
আমরা সমস্ত ক্লাসের Online Live class করে থাকি আমাদের খুবই অভিজ্ঞ শিক্ষকের দ্বারা। তোমরা আমাদের কাছে লাইভ ক্লাস করতে চাইলে নিচে ক্লিক করো।
শেষ কথা
প্রকৃত প্রসারণ কাকে বলে? প্রশ্নটি উচ্চমাধ্যমিকের দর্শন সাবজেক্ট এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি সবথেকে Parfact উত্তর পেয়েছেন।
আমরা বিনামূল্যে এমনই সমস্ত রকম শিক্ষার্থীকে উপকার করে থাকি। আপনারাও আমাদেরকে এইভাবে সুন্দর কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের শেয়ার করে আমাদেরকে আরো উৎসাহ বাড়াতে পারেন। ❤️
👇 যদি কোনো প্রশ্ন Proshnojagat-এ না থাকে তাহলে জানাও 👇